Table of Content

মফস্বল সিসি কি? কেন লেখতে হয় ? কিভাবে লেখতে হয়? বিস্তারিত

মফস্বল সিসি কি, এটি কেন লেখতে হয়, কিভাবে লেখতে হয় সম্পর্কে সবিস্তরে আলোচনা। Mofossol CC
মফস্বল সিসি কি কেন লেখতে হয়  কিভাবে লেখতে হয়  বিস্তারিত
মফস্বল সিসি কি কেন লেখতে হয়  কিভাবে লেখতে হয় ?


বাংলাদেশ পুলিশের বিভিন্ন কার্যক্রমের মধ্যে অন্যতম একটি মানবিক, পেশাগত গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অস্বাভাবিক মৃত্যু সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপ গ্রহন এবং অপরাধীদের আইনের কাছে সোপর্দকরণ। এই বিষয়ে একজন পুলিশ কর্মকর্তাকে মফস্বল সিসি নিয়ে কাজ করতে হয় আমরা আজকে আলোচনা করবো মফস্বল সিসি কি? কিভাবে লেখতে হয়? কেন লেখতে হয় সে সম্পর্কে বিস্তারিত। চলুন শুরু করি। 

মফস্বল সিসি কি? 

পিআরবি প্রবিধান ৩০৪ এবং ৩০৫ এ মফস্বল সিসি সম্পর্কে উল্লেখ করা হয়েছে। একজন পুলিশ কর্মকর্তাকে একটি লাশ সঠিকভাবে সুরতহাল রিপোর্ট  প্রস্তুত করার পর তাকে উক্ত মৃতদেহ মৃত্যুর সঠিক কারণ নির্ণয় এবং আইনী জঠিলতা সংক্রান্তে দেহটি ময়নাদন্ত করা একান্ত বাঞ্ছনীয়। তাই উক্তদেহ সিভিল সার্জনের নিকট প্রেরণের সময় পুলিশ কর্মকর্তা কোন কনস্টেবলকে যে সিসির মাধ্যমে প্রেরণ করেন তাকেই মফস্বল সিসি বলা হয়। এ সিসি অন্যান্য সিসি থেকে আলাদা এবং এটির নাম্বার হয় ০১। 


মফস্বল সিসি কেন লেখতে হয়?

পুলিশের প্রতিটি কাজ আইন নির্ভর। আইনের বিধান অনুযায়ী পদক্ষেপ নিতে হয়। মফস্বল সিসি ও আইনের বিধানে রয়েছে তাই এটি লেখতে হয়। পিআরবি প্রবিধান ৩০৪ এবং ৩০৫ প্রবিধান অনুযায়ী মফস্বল সিসি লেখা প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। একটি মৃতদেহ সিভিল সার্জনের নিকট ময়নাতদন্তের জন্য প্রেরণ করতে হলে মফস্বল সিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ছাড়া সিভিল সার্জন দেহের ময়নাতদন্ত করবে না। তাই এটি লেখতে হয়।

মফস্বল সিসি কিভাবে লেখতে হয়?


মফস্বল সিসি লেখার জন্য ফরম্যাট আছে। সেই ফরম্যাট অনুযায়ী মফস্বল সিসি লেখা লাগে। নিচের বিষয়গুলো উল্লেখ পূর্বক মফস্বল সিসি লেখা লাগে।
  • সিসি নাম্বার
  • তারিখ 
  • কোন স্থান হতে প্রেরন করা হচ্ছে তার নাম
  • যে কং কে পাঠানো হচ্ছে তার নাম ও কং নাম্বার
  • কোথায় প্রেরণ করা হচ্ছে তার পূর্ণ ঠিকানা
  • প্রেরনের সময়
  • বিস্তারিত আদেশ
  • প্রেরণকারী পুলিশ অফিসারের পূর্ণ নাম ,বিপি, মোবাইল সীল থাকলে সীল। 

শেষ কোথাঃ
আশা করি আপনারা মফস্বল সিসি কি? কেন লেখতে হয় ? কিভাবে লেখতে হয়?  বিস্তারিত সম্পর্কে স্পষ্ট ধারনা পেয়েছেন। কোন প্রশ্ন থাকলে করতে পারেন। সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশা-আল্লাহ। 



Post a Comment