Table of Content

পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে কোন কোন ক্ষেত্রে ? When Police Use Firearms

কখন পুলিশ অস্ত্র ব্যবহার কর‍তে পারেন? পুলিশের আগ্নেয়াস্ত্র ব্যবহার করার নিয়ম, পুলিশ কি চাইলেই গুলি করতে পারে?

পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে কোন কোন ক্ষেত্রে ?When Police Use Firearms 

পুলিশের আগ্নেয়াস্ত্র ব্যবহার when police use firearms
পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে কোন কোন ক্ষেত্রে ?


পুলিশ হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থা। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা অত্যন্ত ব্যাপক এবং জীবনমুখী। দেশের শান্তি শৃঙ্খলা ও নিরবিচ্ছিন্ন নাগরিক সেবা প্রদানের মাধ্যমে পুলিশ কাজ করছে। পুলিশের নিজস্ব কার্যক্রম পরিচালনার জন্য ক্ষেত্র বিশেষ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে হয়। আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে কোন কোন ক্ষেত্রে ?

পুলিশ কর্তৃক আগ্নেয়াস্ত্র ব্যবহার

কোন কোন ক্ষেত্রে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে তা নিচে আলোচনা করা হইল-

পুলিশ কে সহজে আগ্নেয়াস্ত্র ব্যবহার করার ক্ষমতা রাষ্ট্র দেয় নাই। তবে কিছু কিছু ক্ষেত্রে এরকম অধিকার না দিলে রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষা করা যায় না বিধায় রাষ্ট্র কিছু শর্তানুসারে পুলিশকে আগ্নেয়াস্ত্র ব্যবহারের ক্ষমতা দেওয়া হয়েছে। পিআরবি ১৫৩ বিধি অনুযায়ী পুলিশ নিম্মলিখিত ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে।

পুলিশের আগ্নেয়াস্ত্র ব্যবহার - আইনের আলোকে 

(১) ফৌঃকাঃবিঃ আইনের ৪৬(৩) উপধারা অনুযায়ী মৃত্যুদন্ডে বা যাবজ্জীবন কারাদন্ডে দণ্ডনীয় আসামী গ্রেফতার এড়ানোর চেষ্টা করলে তাকে গ্রেফতারের জন্য পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে। [ফৌঃকাঃবিঃ আইনের ৪৬(৩) উপধারা, পিআরবি ১৫৩(ক,ঘ) বিধি]

(২) বাঃদঃবিঃ আইনের ৯৯ ধারার শর্ত সাপেক্ষে আতœরক্ষার ব্যক্তিগত অধিকার ও সম্পত্তি রক্ষার অধিকারের ক্ষেত্রে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে। [বাঃদঃবিঃ ৯৬,৯৭,৯৮,৯৯,১০০,১০১, ১০২,১০৩,১০৪,১০৫,১০৬ ধারা, পিআরবি ১৫৩(ক-১),১৫৩(খ) বিধি]

(৩) বেআইনি সমাবেশকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে। [ফৌঃকাঃবিঃ ১২৭,১২৮ ধারা, পিআরবি ১৫৩(ক-২),১৫৩(গ) বিধি]

আগ্নেয়াস্ত্র ব্যবহারের পর পুলিশ অফিসারের কর্তব্য কি ?

(৪) ১৮৬১ সালের পুলিশ আইনের ৩০ ধারায় দেওয়া লাইসেন্সের শর্ত অমান্য করলে পুলিশ সুপার, অতিঃ পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, থানার অফিসার ইনচার্জ উক্তশোভাযাত্রা বা মিছিল বন্ধ করে দিতে পারেন। মিছিল বা শোভা যাত্রার সকলকে সতর্ক দিলে যদি ছত্রভঙ্গ না হয় তবে বিধিবিধান মেনে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে। [পুলিশ আইনের ৩০(ক) ধারা, পিআরবি ১৪২,১৪৩,১৪৪ বিধি]

এক নজরে আলোচ্য ধারা সমূহ- পিআরবি ১৫৩ বিধি, ফৌঃকাঃবিঃ আইনের ৪৬(৩) উপধারা, পিআরবি ১৫৩ (ক) (ঘ) বিধি, বাঃদঃবিঃ ৯৬,৯৭,৯৮,৯৯,১০০,১০১, ১০২,১০৩,১০৪,১০৫,১০৬ ধারা, পিআরবি ১৫৩(ক-১),১৫৩(খ) বিধি, বাঃদঃবিঃ



উপসংহার


পুলিশ জনগণের বন্ধু। পুলিশের কার্যক্রম জনগণের সেবা প্রদান। সরকারি সম্পদ, জানমাল রক্ষার্থে পুলিশ প্রয়োজন সাপেক্ষে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে। 

Post a Comment