Table of Content

তল্লাশী পরোয়ানা কাকে বলে? পুলিশ অফিসার কখন তল্লাশী পরোয়ানা ছাড়াই তল্লাশী করতে পারে।

তল্লাশী পরোয়ানা কাকে বলে? পুলিশ অফিসার কখন তল্লাশী পরোয়ানা ছাড়াই তল্লাশী করতে পারে।

তল্লাশী পরোয়ানা

তল্লাশী পরোয়ানা কাকে বলে? পুলিশ অফিসার কখন তল্লাশী পরোয়ানা ছাড়াই তল্লাশী করতে পারে।

তল্লাশী পরোয়ানা

যখন কোন আদালত মনে করেন যে, সাধারণ তল্লাশী বা পরিদর্শন দ্বারা কোন তদন্ত বা বিচার বা অন্য কোন কার্যক্রমের উদ্দেশ্য সাধিত হবে যেমন, চোরাইমাল উদ্ধার , জাল নোট , জাল দলিল , অশ্লীল বই পস্তুক বা আটক ব্যক্তিকে উদ্ধার করার জন্য আদালত হতে ম্যাজিষ্ট্রেট কর্তৃক সীলমোহরকৃত স্বাক্ষরীত আদেশ নামাকে তল্লাশী পরোয়ানা বলে।
ফৌঃকাঃ ৯৬,৯৮, ৯৯(ক),১০০ ধারা, পিআরবি ২৮০ বিধি।


যেভাবে পুলিশ অফিসার তল্লাশী পরোয়ানা ছাড়াই তল্লাশী করতে পারে।


(১) ফৌজদারী কার্যবিধি আইনের ১৫৩ ধারা, ডিএমপি অধ্যাদেশ ২৪ ধারা মোতাবেক যদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানতে পারেন যে, তাহার থানা এলাকার কোন স্থানে মিথ্যা ওজন ,বাটখারা বা যন্ত্রপাতি রক্ষিত আছে বা বিক্রী হয় তাহলে উক্ত বস্তু উদ্ধারের জন্য বিনা তল্লাশী পরোয়ানায় তল্লাশী করতে পারেন ।
ফৌঃ কাঃ ১৫৩ ধারা,ডিএমপি অধ্যাদেশ ২৪ ধারা
(২) ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৫ধারা মোতাবেক কোন তদন্তকারী কর্মকর্তা তার মামলার সাথে জড়ীত কোন বস্তু উদ্ধারের জন্য বিনা পরোয়ানায় তল্লাশী চালাতে পারেন।
ফৌঃ কাঃ ১৬৫ ধারা।
(৩)ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৬ ধারা মোতাবেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার অধঃন্থন যে কোন এসআই দ্বারা যে কোন স্থানে তল্লাশী করাতে পারেন।
ফৌঃ কাঃ ১৬৬ ধারা।
(৪)ফৌজদারী কার্যবিধি আইনের ৪৭ ধারা মোতাবেক আসামীকে গ্রেফতারের ক্ষেত্রে কোন স্থানে পলায়ণ করলে উক্ত স্থানের ভারপ্রাপ্ত মালিকের অনুমতি নিয়ে বিনা পরোয়ানায় তল্লাশী চালিয়ে আসামীকে গ্রেফতার করতে পারেন।
ফৌঃ কাঃ ৪৭ ধারা।
(৫) মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ ধারা মোতাবেক যদি কোন স্থানে মাদক দ্রব্য লুকায়িত আছে বলে পুলিশ অফিসার জানতে পারেন , তাহলে ( ইন্সঃ নিম্নে নহে) পুলিশ অফিসার বিনা পরোয়ানায় তল্লাশী করতে পারেন।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ ধারা।
(৬) পুলিশ আইনের ২৩(৮) ধারা মোতাবেক পোশাক পরিহিত কর্তব্যরত অবস্থায় যে কোন জুয়ার আড্ডা , সরাইখানা , বিনা পরোয়ানায় তল্লশীর জন্য সার্চ করতে পারেন ।
পুলিশ আইনের ২৩(৮) ধারা।
(৭) আফিম আইনের ১৪ ধারা মোতাবেক কনষ্টেবল এর চেয়ে উপরের যে কোন পুলিশ অফিসার আফিম উদ্ধারের জন্য বিনা পরোয়ানায় তল্লাশী চালাতে পারেন।
আফিম আইনের ১৪ ধারা।
(৮)সরকারী অফিস গোপনীয় আইনের ১১(২) ধারা মোতাবেক বিনা পরোয়ানায় তল্লাশী চালাতে পারেন।
সরকারী অফিস গোপনীয় আইনের ১১(২) ধারা
(৯) ফৌজদারী কার্যবিধি আইনের ১০২(৩) ধারা মোতাবেক কোন স্থান তল্লাশী করার সময় যদি ঐ স্থানের কোন ব্যক্তিকে সন্দেহ মনে হলে বিনা পরোয়ানায় তার দেহ তল্লাশী করতে পারবেন।
ফৌঃ কাঃ ১০২(৩) ধারা।
ছাড়াও জুয়া আইনের ৫ ধারা, বিস্ফোরক আইনের ৭ ধারা, আফগারী আইনের ৬৭ ধারা।
উপরে উল্লেখিত ধারা মোতাবেক পুলিশ অফিসার বিনা তল্লাশী পরোয়ানায় তল্লাশী চালাতে পারেন । তল্লাশীকালে অব্যশই ফৌঃ কাঃ আইনের ১০২,১০৩ ধরা, পিআরবি ২৮০ বিধি অনুসরণ করা অাব্যশক ।
ফৌঃকাঃ ৪৭ ,৯৬,৯৮, ৯৯(ক),১০০,১০২,১০৩ ,১৫৩, ১৬৫,১৬৬ ধারা, পিআরবি ২৮০ বিধি।ডিএমপি অধ্যাদেশ ২৪ ধারা,মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ ধারা,পুলিশ আইনের ২৩(৮) ধারা,সরকারী অফিস গোপনীয় আইনের ১১(২) ধারা,আফিম আইনের ১৪ ধারা।

উপসংহার

একজন পুলিশ অফিসার উল্লেখিত ধারা ও বিধি সমূহের ক্ষমতা বলে তল্লাশী কার্যক্রম পরিচালনা করতে পারেন। আরো এমন গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান পেতে আমাদের নিয়মিত ফলো করুন।

Post a Comment