Table of Content

পুলিশ বিভাগীয় পদোন্নতি পরীক্ষার শর্ট সাজেশন ২০২৪ Police Promotion Exam Short Suggestions 2024

পুলিশ বিভাগীয় পদোন্নতি পরীক্ষার শর্ট সাজেশন ২০২৪ Police Promotion Exam Short Suggestions 2024

Police departmental promotion exam suggestion  2024


Constable  to ASI Promotion Exam suggestion 2024

কনস্টেবল থেকে এএসআই পদোন্নতি পরীক্ষার সাজেশন ২০২৪ এ আপনাদের স্বাগতম!  আজকে পুলিশ বিভাগীয় পদোন্নতি পরীক্ষার শর্ট ও কার্যকরী সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আপনি যদি আমাদের এই সাজেশনটি অনুসরণ করতে পারেন আশা করি এই পরিক্ষাই হবে আপনার জন্য পদোন্নতির শেষ চেষ্ট। আমরা বিষয়ভিত্তিক অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। 


কনস্টেবল থেকে এএসআই পদোন্নতি পরীক্ষা - দন্ডবিধি সাজেশন

Police exam penal code suggestion 2024


বিভাগীয় সকল পদোন্নতি  পরীক্ষায় বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ থেকে প্রশ্ন করা হয়ে থাকে। দণ্ডবিধি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমূহ নিচে উল্লেখ করা হলো- 

১। চুরি কাকে বলে? চুরি কখন দস্যুতার শামিল হয় আলোচনা করুন?

২। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের প্রয়োগ কাল ও প্রারম্ভ বর্ণনা করুন?

৩। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কাকে বলে? কোন কোন ক্ষেত্রে দেহের ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়?

৪। দন্ডবিধি আইনের ৯৯ ধারা।

৫। দন্ডবিধি আইনে বিচারের কোন কোন ক্ষেত্রে আসামীকে মৃত্যুদন্ড শাস্তি প্রদান করা যেতে পারে।

৬। বেআইনী সমাবেশ কাকে বলে? শাস্তি কি? বেআইনী সমাবেশ ছত্রভঙ্গ করার প্রদ্ধতি আলোচনা কর? এই অধ্যায় অনুসারে কৃত কার্যের জন্য কারও বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করা যাবে কি? ল-৯৪

৭। কোন কোন ক্ষেত্রে একজন ব্যক্তিকে খুন করলেও কোন অপরাধ হবে না আলোচনা করুন?

কনস্টেবল থেকে এএসআই পদোন্নতি পরীক্ষা - কার্যবিধি  সাজেশন

CrPC suggestions 2024


CrPC suggestion constable to ASI exam 2024 - ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ থেকে যেসব গুরুত্বপূর্ণ প্রশ্ন পুলিশ পদোন্নতি পরীক্ষায় আসে তার একটি তালিকা নিচে দেওয়া হলো। প্রতিটি প্রশ্ন খাতায় লিখে উত্তর করুন। এতে পরীক্ষার হলে সময় মেইনটেইন করতে সহায়ক হবে।

৮। বেআইনী সমাবেশ ও দাঙ্গাহাঙ্গামা মোকাবেলার জন্য দেশের প্রচলিত আইনে পুলিশকে কি কি ক্ষমতা দেওয়া হয়েছে?

৯। তল¬াশী পরোয়ানা বলতে কি বুঝেন? পুলিশ কখন বিনা পরোয়ানায় তল¬াশি করতে পারেন? একটি জব্দ তালিকা তৈরী করুন?

১০। তল¬াশি পরোয়ানা বলতে কি বুঝেন? তল¬াশির আগে, তল-াশির সময় ও তল¬াশির পরে কি কি নিয়ম পালন করতে হয়।

১১। সমন ও ওয়ারেন্ট কী? ওয়ারেন্ট কত ধরনের হতে পারে? কোন ওয়ারেন্টের মেয়াদ কত সময় পর্যন্ত বলবৎ থাকে? কোক্রী পরোয়ানা কীভাবে পুলিশ কার্যকর করে থাকে?

১২। শান্তিরক্ষা ও সদাচরণের মুচলেকা বলতে কী বুঝেন?

১৩। আদালত কোন কোন ক্ষেত্রে তল্লাশী পরোয়ানা ইস্যু করতে পারে?

১৪। পুলিশের নিরোধমূলক বা প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো আলোচনা করুন।

১৫। পুলিশ অফিসার কি তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন?

১৬। জামিন কি? জামিনযোগ্য অপরাধ বলতে কী বুঝেন? কোন কোন ক্ষেত্রে জামিনের অযোগ্য অপরাধে একজন ব্যক্তিকে জামিন মঞ্জুর করা যায়।

১৭। জামিন কী? ওসি কোন কোন ক্ষেত্রে একজন আটক আসামিকে জামিনে মুক্তি দিতে পারেন?

১৮। চূড়ান্ড রিপোর্ট কাকে বলে? চূড়ান্ত রিপোর্ট কত প্রকার ও কী কী ব্যখ্যা করুন?

১৯। রাজসাক্ষী কাকে বলে? কে রাজসাক্ষীকে ক্ষমা মঞ্জুর করতে পারেন? রাজসাক্ষী মিথ্যা সাক্ষ্য প্রদান করলে তার বিচার করার প্রদ্ধতি কী?

২০। দন্ডযোগ্য অপরাধের খবর পাওয়া সত্ত্বেও পুলিশ কী তার তদন্ত বা অনুসন্ধান থেকে বিরত থাকতে পারেন?

২১। গলায় ফাঁস লাগিয়ে মরা, পানিতে ডুবে মরা এবং বিষপানে মরা মৃত দেহের লক্ষণগুলো কী কী আলোচনা করুন।

২২। তদন্ত কি এবং তদন্তের উদ্দেশ্য কী? কে কে তদন্ত করতে পারেন? আমলযোগ্য অপরাধ তদন্ত প্রক্রিয়া আলোচনা করুন।

২৩। ফাঁসি বলতে কী বুঝ? হত্যামূলক ও আতœহত্যামূলক ফাঁসি শনাক্তকরণে তিনটি গুরুত্বপূর্ণ পার্থক্য লিখ।

২৪। জামিনে মুক্তিপ্রাপ্ত আসামিকে কি কি কারনে গ্রেফতার করা যায়? এক্ষেত্রে কে গ্রেফতারের নির্দেশ দিতে পারেন?

২৫। জব্দ তালিকা বলতে কী বুঝায়? জব্দতালিকা প্রস্তুত করার আইনগত ভিত্তি কী? একটি জব্দ তলিকা প্রস্তুত করার ক্ষেত্রে কোন কোন বিষয়ের উল্লেখ থাকা আবশ্যক?

২৬। কোন মামলার বাদী বা সাক্ষী কী আসামী হতে পারে?

২৭। পুলিশ অফিসার কি কোন আসামীকে গ্রেফতার করে আদালত বা ম্যাজিস্ট্রেটের বিনা অনুমতিতে জামিনে মুক্তি দিতে পারেন। ল-১৪৯

২৮। আইন সঙ্গত হেফাজত থেকে কোন আসামী পলায়ন করলে আপনার করণীয় কি?

২৯। কখন পুলিশ অফিসার অধর্তব্য অপরাধের জন্য একজন অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন

৩০। এজাহার কাকে বলে? ইহাতে কি কি বিষয় উলে¬খ থাকতে হবে? এজাহারে কী কী ত্রুটি থাকে।

৩১। পুলিশ অফিসার কখন সাক্ষীদের হাজির হওয়ার জন্য লিখিত আদেশ প্রদান করতে পারেন? সাক্ষীর হাজির না হলে, প্রশ্নের উত্তর না দিলে কিংবা মিথ্যা সাক্ষ্য দিলে তার কি অপরাধ হবে?

৩২। কোন ব্যক্তিকে গ্রেফতারের পর পুলিশ অফিসারের কর্তব্য কী?

৩৩। সুরতহাল রিপোর্ট বলতে কি বুঝেন? সুরতহাল রিপোর্ট প্রস্তুতের নিয়মাবলি আলোচনা করুন।

৩৪। গ্রেফতার কাকে বলে? গ্রেফতারের নিয়মাবলী বর্ণনা করুন।

৩৫। সমন কাকে বলে? সমন জারির পদ্ধতি আলোচনা করুন।

৩৬। আপনি কিছু অবৈধ মালামাল উদ্ধার করলেন। আপনার করণীয় কী ব্যাখ্যা করুন।

৩৭। কখন কিকি পরিস্থিতিতে পুলিশ অফিসার কোন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন?

৩৮। গ্রেফতারী পরোয়ানা কাকে বলে। উহা তামিলের পদ্ধতি আলোচনা করুন।

৩৯। থানা হাজতে কোন আসামি মারা গেলে কর্তব্যরত অফিসার হিসেবে আপনার করনীয় কী ?

৪০। বেওয়ারিশ ও মালিক বিহীন সম্পত্তির ক্ষেত্রে পুলিশ অফিসারের করণীয় কি? বেওয়ারিশ সম্পত্তির বিলি ব্যবস্থার বিধানসমূহ আলোচনা করুন?

৪১। বেওয়ারিশ সম্পত্তি ও সন্ধিগ্ধ সম্পত্তি কি? পুলিশ কি তা আটক করতে পারে। এ সম্পত্তি নিষ্পত্তির বিষয় আলোচনা কর।

৪২। স্থাবর সম্পত্তি নিয়ে কলহ বা বিবাদ নিবারণ বা বন্ধে ম্যাজিস্ট্রেট ও পুলিশের ভূমিকা ও কর্তব্য আলোচনা কর? ক্যা-৬০।

৪৩। হুলিয়া কাকে বলে? হুলিয়া জারির পদ্ধতি লিখুন।

৪৪। আসামী পলাতক বা ফেরারি থাকলে আদালতে হাজির করা না গেলে তখন আদালত পলাতক আসামির বিরুদ্ধে কি কি পদক্ষেপ নিতে পারেন।

৪৫। জনসাধারণ কী কোনো ম্যাজিস্ট্রেট বা পুলিশকে তাদের সরকারী দায়িত্ব পালনে সাহায্য করতে বাধ্য?

৪৬। অধর্তব্য অপরাধে কখন কোন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যায়?

কনস্টেবল থেকে এএসআই পদোন্নতি পরীক্ষা - পিআরবি সাজেশন

Police exam prb suggestions


PRB suggestion Police Departmental Promotion Exam 2024- সকল পুলিশ বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় পিআরবি থেকে প্রায় একই ধরনের প্রশ্ন আসে। নিচে গুরুত্বপূর্ণ পিআরবি প্রশ্ন উল্লেখ করা হলো। 

৪৭। বেআইনী জনতার উপর গুলি বর্ষণের আগে ও পরে সশস্ত্র পুলিশের সঙ্গে উপস্থিত ম্যাজিস্ট্রেট এবং সশস্ত্র দলনেতার দায়িত্ব ও কর্তব্য কী?

৪৮। কোন কোন ক্ষেত্রে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন, আগ্নেয়াস্ত্র ব্যবহারের পর পুলিশ অফিসারের কর্তব্য কী?

৪৯। জেনারেল ডায়েরী কাকে বলে? এতে কী কী বিষয় লিপিবদ্ধ করা হয়?

৫০। সম্পত্তি বলতে কী বুঝেন? সম্পত্তি কত প্রকার ও কী কী আলোচনা করুন?

৫১। ভিলেজ ক্রাইম নোট বুক (ভিসিএনবি) বলতে কী বুঝেন? এর বিভিন্ন অংশগুলো কী কী আলোচনা করুন। কোন পুলিশ অফিসার কী ভিলেজ ক্রাইম নোট বুক আদালতে হাজির করতে বাধ্য?

৫২। হৈচৈ বিজ্ঞপ্তি বা জরুরি গ্রেফতারি নোটিশ কাকে বলে? হৈচৈ বিজ্ঞপ্তি কখন ইস্যু করা হয়? অন্য থানা থেকে হৈচৈ বিজ্ঞপ্তি পাওয়া গেলে আপনার করণীয় কী?

৫৩। থানা পুলিশের কাজের গুনগত মান বৃদ্ধির লক্ষ্যে একটি সুপারিশমালা প্রণয়ন করুন।

৫৪। হিস্টরী শীট (ইতিহাসের পাতা) কাকে বলে? কাদের নামে হিস্টরী শীট খোলা হয়? কে হিস্টরী শীট লেখার আদেশ দিতে পারেন? এ সম্পর্কে পুলিশ অফিসারের করণীয় কি?

৫৫। স্কেচ ম্যাপ বলতে কী বুঝেন? ইহা কী সকল প্রকার কেসে তৈয়ার করিত হয়? ইহার সার্থকতা কী?

৫৬। কমান্ড সার্টিফিকেট বলতে কি বুঝায়? ইহা কে ইস্যু করেন? কোন কোন অফিসারের নামে এবং কোন ক্ষেত্রে ইহা ইস্যু করা হয়।উহা প্রদানের উদ্দেশ্য কি?

৫৭। পুলিশ কর্তৃক একজন গ্রেফতারকৃত ব্যক্তির আইনগত অধিকারগুলো লিপিবদ্ধ করুন।

৫৮। একজন এএসআই এর দায়িত্ব ও কর্তব্য আলোচনা করুন। কর্তব্যে অবহেলা করলে পুলিশ আইনে কী কী শাস্তির বিধান রয়েছে?

৫৯। ক্রাইম সিন বলতে কী বুঝেন? ক্রাইম সিন থেকে কী কী বস্তু সাক্ষ্য হিসাবে সংগ্রহ করা যায় এবং এ সকল বস্তু সাক্ষ্য হিসেবে সংরক্ষনের নিয়মাবলি লিখুন।

৬০। জিজ্ঞাসাবাদের (ওহঃবৎৎড়মধঃরড়হ) ভূমিকা মামলা তদন্তের ক্ষেত্রে কিরূপ বলে আপনি মনে করেন। জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কী কী বিষয় যতœশীল হওয়া জরুরী বলে আপনি মনে করেন।

৬১। কমিউনিটি পুলিশিং বলতে কী বুঝ? কমিউনিটি পুলিশিং ব্যবস্থার গুরুত্ব ও প্রয়োজনীয়তা কী? কমিউনিটি পুলিশিং ব্যবস্থার সুফলগুলো কি কি আলোচনা কর?

৬২। পিআরবি ও অন্যান্য আইন অনুযায়ী একজন পুলিশ অফিসারের জন্য নিষিদ্ধ কাজগুলো বর্ণনা করুন।

৬৩। থানার মূল্যবান রেজিস্টারগুলো কী কী? এগুলোর প্রয়োজনীয়তা কী? বিস্তারিত বর্ণনা দিন।

৬৪। অসৎচরিত্র তালিকা ‘ক’ ও ‘খ’ (এ-রোল ও বি-রোল) বলতে কি বুঝায়?

৬৫। একজন কনস্টেবলকে কি ভারপ্রাপ্ত অফিসার হিসাবে অভিহিত করা যায়? একজন কনস্টেবল কী এজাহার গ্রহণ করতে পারে?

৬৬। একজন কনস্টেবলের দায়িত্ব ও কর্তব্য আলোচনা করুন?

৬৭। এস্কর্ট কমান্ডারের দায়িত্ব ও কর্তব্য আলোচনা করুন।

৬৮। এফএম বা ফাইনাল মেমোরেন্ডাম প্রাপ্তির পর গৃহীতব্য কার্যক্রম আলোচনা করুন।

৬৯। নারী ও শিশুদের প্রতি পুলিশের আচরণ কিরূপ হওয়া উচিত?

কনস্টেবল থেকে এএসআই পদোন্নতি পরীক্ষা - মাইনর এক্টস সাজেশন

Minor Acts Suggestions


মাইনর এক্টস Minor Acts Suggestions - বিভিন্ন সময় বিভিন্ন মাইনর এক্টস পাশ করা হয়। গুরুত্বপূর্ণ মাইনর এক্টস প্রশ্ন ২০২৪ সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার জন্য নিচে আলোচনা করা হলো। 

৭০। নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন ২০০৩ ইং) আইনের কোন কোন অপরাধের জন্য আসামীকে মৃত্যুদন্ড শাস্তি প্রদান করা হয়?

৭০। নারী ও শিশু নির্যাতনের আইন ২০০০(সংশোধিত২০০৩) এর আলোকে নবজাতক শিশুর সংজ্ঞা লিখুন। উক্ত আইনে ৯ ও ৯(ক) ধারা আলোচনা করুন।

৭২। কোন স্বীকারোক্তি আসামীর বিরুদ্ধে প্রমাণ করা যায় না? পুলিশের নিকট প্রদত্ত স্বীকারোক্তি কখন প্রাসঙ্গিক?

৭৩। সাক্ষের প্রাসঙ্গিকতা বলতে কী বুঝেন? কোন অপরাধজনক ঘটনার পূর্ববর্তী, পরবর্তী আচরণ এবং আসামির অজুহাত (অষরনর) কিভাবে প্রাসঙ্গিকতা পায়?

৭৪। যেসকল ঘটনা অন্য কোণভাবে প্রাসঙ্গিক নয় সেগুলো কিভাবে প্রাসঙ্গিক হয় ব্যাখ্যা করুন?।

৭৫। মৃত্যুকালীন জবানবন্দি কাকে বলে? মৃত্যুকালীন জবানবন্দির পর সে যদি বেঁচে যায় তাহলে প্রদত্ত জবানবন্দির আইনগত মূল্যায়ন কতটুকু? কে কে মৃত্যুকালীন জবানবন্দি লিপিবদ্ধ করতে পারেন? তা রেকর্ড করার সময় কী কী পন্থা অবলম্বণ করতে হয়?

৭৬। সাক্ষ্য বলতে কী বুঝেন? সাক্ষ্য কয় প্রকার ও কী কী? একজন বোবা লোক বা একজন অল্পবয়স্ক বালক, একজন অতি বৃদ্ধ লোক কী সাক্ষ্য দিতেন পারেন? কেস ডায়েরির সাক্ষ্যগত মূল্য আলোচনা করুন।

৭৭। হত্যা মামলার বিচারে কী কী ধরনের দলিলপত্র আদালতে সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক?

৭৮। একজন পুলিশ অফিসার (এএসআই) কোন কোন অবস্থায় মোটরযান অধ্যাদেশ এর আওতায় অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন?

৭৯। ১৮৯০ সালের রেলওয়ে আইনের কোন কোন ধারানুযায়ী একজন পুলিশ অফিসার কোন অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেফতার করিতে পারেন।

৮০। শিশু বলতে কী বুঝেন? গ্রেফতারকৃত শিশুর প্রতি আপনার করণীয় ও বর্জনীয় কি আলোচনা করুন।

৮১। শিশু কারা? কোন ফৌজদারী মামলার প্রাপ্ত বয়স্কদের সাথে অভিযুক্ত শিশুর জন্য আইনগত বিশেষ বিধানাবলি আলোচনা করুন।।


শেষ কথাঃ 

পুলিশ বিভাগীয় পদোন্নতি পরীক্ষার সাজেশন ২০২৪ - এ চেষ্টা করেছি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সমুহ আপনাদের সাথে আলোচনা করার জন্য। প্রতিটি প্রশ্নের উত্তর পেতে আমাদের সাইট lawbd.xyz নিয়মিত ভিজিট করুন। ধন্যবাদ। 


Post a Comment